শনিবার, ৩১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

মিয়ানমারে রয়টার্স সাংবাদিকদের আইনজীবী আমাল ক্লুনি

মিয়ানমারে রয়টার্স সাংবাদিকদের  আইনজীবী আমাল ক্লুনি

মিয়ানমারে আটক রয়টার্সের দুই সাংবাদিকের পক্ষে আইনি লড়াইয়ে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের মানবাধিকার আইনজীবী আমাল ক্লুনি। রোহিঙ্গা নিধনে অংশ নেওয়া রাষ্ট্র মিয়ানমারের অভিযোগ, ‘বিদেশি সংবাদমাধ্যমকে দেওয়ার জন্য ইচ্ছা করে অবৈধভাবে সরকারি গোপন তথ্য সংগ্রহ করছিলেন ওই দুই সাংবাদিক।’ ওই দুই সাংবাদিকের নাম কো ওয়া লোন (৩১) এবং কিয়াও সোয়ে (২৮)। তারা বার্তা সংস্থা রয়টার্সের স্থানীয় প্রতিনিধি। গত বছরের ১২ ডিসেম্বর তাদের গ্রেফতার করে মিয়ানমার পুলিশ। তাদের বিচার ঔপনিবেশিক আমলের দাফতরিক গোপনীয়তা আইনের মামলা হয়েছে। এএফপি।

   বৃহস্পতিবারের বিবৃতিতে ক্লুনি বলেন, ‘শুধু ওই খবর (রাখাইনে রোহিঙ্গাদের খবর) দেওয়ার কারণে ওয়া লোন এবং কিয়াও সোয়ের বিচার চলছে।

সর্বশেষ খবর