শনিবার, ৩১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

পাকিস্তান সাবমেরিন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরীক্ষা চালিয়েছে। ‘বাবর’ নামের এই ক্ষেপণাস্ত্র সাড়ে চারশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। বৃহস্পতিবার পাকিস্তানের নিজস্ব প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পানির নিচে সম্পন্ন হয়েছে এবং এটি বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে সক্ষম। একটি সূত্র জানিয়েছে, সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহনে সক্ষম। পাকিস্তানের প্রেসিডেন্ট  ওই সাফল্যের প্রশংসা করেছেন। ডন।

সর্বশেষ খবর