মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

দলিতদের ডাকা হরতালে উত্তাল ভারত, মধ্যপ্রদেশে নিহত ৫

ভারতে তফসিলি জাতি-উপজাতি সংরক্ষণ আইন শিথিল করার প্রতিবাদে দলিতদের ডাকা হরতাল বা বনেধর কারণে উত্তাল হয়ে উঠেছে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উড়িষ্যাসহ ভারতের অনেক রাজ্য। এর মধ্যে, মধ্যপ্রদেশে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে।

গতকাল সকাল থেকেই বন্ধ সফল করতে রাস্তায় নামে দলিত সংগঠনগুলো। উড়িষ্যার সম্বলপুরে দলিতদের একটি সংগঠনের রেল অবরোধে নাস্তানাবুদ হতে হয় যাত্রীদের। রেল অবরোধের খবর এসেছে বিহার থেকেও। সড়ক অবরোধের জেরে থমকে গেছে উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জায়গার যান চলাচল। সেখানে বেশ কটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। থেমে গেছে পাঞ্জাবের স্বাভাবিক জনজীবন। অপ্রীতিকর ঘটনা এড়াতে গতকাল পাঞ্জাবের সব স্কুল-কলেজ বন্ধ রাখা হয়। স্থগিত করে দেওয়া হয়েছে সেই রাজ্যে সিবিএসই’র দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা। গত ২০ মার্চের রায়ে দেশটির সুপ্রিম কোর্ট জানায়, তফসিলি জাতি ও উপজাতিদের ওপর অত্যাচার বন্ধের যে আইন রয়েছে, তা সরকারি কর্মীদের বিরুদ্ধে অন্যায়ভাবে ব্যবহার করা হচ্ছে। নিয়োগ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই আইনে কোনো সরকারি কর্মীকে গ্রেফতার করা যাবে না বলেও জানিয়ে দেয় শীর্ষ আদালত। এরই প্রতিবাদে ভারত বনেধর ডাক দেয় রাষ্ট্রীয় সেবা দল, ন্যাশনাল দলিত মুভমেন্ট ফর জাস্টিস, সিআইটিইউ, ভারিপ বহুজন মহাসংঘের মতো বেশ কয়েকটি সংগঠন। তাদের দাবি, ‘সুপ্রিম কোর্টের এই নির্দেশ দলিতদের স্বার্থের পরিপন্থী।’ টাইমস অব ইন্ডিয়া।

 

সর্বশেষ খবর