মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

চাপের মুখেও তদন্তে নারাজ ইসরায়েল

গাজায় হত্যাযজ্ঞ

দুই দিনের রক্তাক্ত সংঘর্ষের পর ধীরে ধীরে শান্ত হচ্ছে গাজা ও তার সীমান্তবর্তী এলাকা। তবে প্রবল আন্তর্জাতিক চাপ সত্ত্বেও ইসরায়েল সরকার গতকাল ঘোষণা দিয়েছে, ফিলিস্তিনি হত্যার কোনো তদন্ত তারা করবে না। ভূমি দিবস ঘিরে কয়েক দিন ধরেই উত্তপ্ত গাজা। ইসরায়েল জোর করে তাদের জমি দখলে রেখেছে— ফিলিস্তিনের এ অভিযোগ দীর্ঘদিনের। গত শুক্রবার ইসরায়েলের অধিকৃত এলাকায় ঢোকার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন প্রায় ৩০ হাজার ফিলিস্তিনি। কিন্তু ইসরায়েলি বাহিনী তাদের ঠেকাতে নির্বিচার গুলি ছোড়ে। শেষ দুই দিনেই সেখানে মৃত্যু হয়েছে প্রায় ৩০ ফিলিস্তিনের। আর এখন পর্যন্ত আহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক প্রধান ফেডেরিকা মঘেরিনিসহ আরও কয়েকটি আন্তর্জাতিক সংগঠন একযোগে ইসরায়েলি সেনার বিরুদ্ধে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। কিন্তু সে রকম কোনো তদন্তই তারা করবে না বলে গতকাল জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান। ইউরোপীয় ইউনিয়নের তরফে মঘেরিনির বক্তব্য, ‘নিজেদের সীমান্ত রক্ষার   অধিকার যেমন ইসরায়েলের রয়েছে, তেমনই পাল্টা গুলির পরিমাণটাও এখানে সমান হওয়া উচিত ছিল।’ এএফপি।

 

সর্বশেষ খবর