শনিবার, ৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
ক্ষমতার অপব্যবহার

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ২৪ বছর দণ্ড

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ২৪ বছর দণ্ড

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গিউন-হাইকে ক্ষমতার অপব্যবহার এবং অনৈতিক প্রভাব খাটানোর অভিযোগে দোষী সাব্যস্ত করে ২৪ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল পার্কের এ রায় ‘জনস্বার্থের জন্য গুরুত্বপূর্ণ’ বিবেচনা করে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়, যা দেশটির ইতিহাসে নজিরবিহীন ঘটনা। রায়ে আদালত বলেছে, পুরনো বান্ধবী চই সুন-সিলের সঙ্গে যোগসাজশে পার্ক স্যামসাং ও লোটের মতো কোম্পানিকে অবৈধ সুবিধা দিয়ে ৭৭.৪ বিলিয়ন উয়ন নিয়েছেন (দক্ষিণ কোরিয়ার মুদ্রা) এবং ওই অর্থে চইয়ের নামে দুটি দাতব্য সংস্থা গড়ে তুলেছেন বলে প্রমাণিত হয়েছে। বিচারক কিম সে উন তার পর্যবেক্ষণে বলেন, আসামি পার্ক ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন কোম্পানিতে ওই দাতব্য প্রতিষ্ঠানে অর্থ দিতে বাধ্য করেছেন। কারাদণ্ডের পাশাপাশি সাবেক এ রাষ্ট্রপ্রধানকে ১৮ বিলিয়ন উয়ন জরিমানাও করা হয়েছে এ রায়ে।  ৬৬ বছর বয়সী পার্ক এ রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন না। বিবিসি।

সর্বশেষ খবর