শনিবার, ৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

আদালতে জ্যাকব জুমা

আদালতে জ্যাকব জুমা

দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা। সূত্র জানায় গতকাল তার বিরুদ্ধে ১৯৯০ দশকের আড়াই বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয় চুক্তিতে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ গঠিত হয়েছে। ডারবানের উচ্চ আদালতে ১৫ মিনিটের হাজিরা শেষে মামলার শুনানি ৮ জুন পর্যন্ত মুলতবি রাখা হয়েছে। ২০১৯ সাল পর্যন্ত মেয়াদ থাকলেও চলতি বছরের প্রথম দিকে দলের অভ্যন্তরে চাপের মুখে পড়ায় প্রেসিডেন্ট পদ থেকে সরে যেতে বাধ্য হন জুমা। এর আগে ফরাসি অস্ত্র বিক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে ঘুষ লেনদেনের অভিযোগ ওঠার পর গত বছরের ডিসেম্বরে দলের সভাপতির দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য হয়েছিলেন তিনি।  বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর