মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে হুমকি আসার পর একদিনও কাটল না, সিরিয়ার তাইফুরে বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে ক্ষেপণাস্ত্র। এই হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে সিরীয় কর্তৃপক্ষ। এই হামলার জন্য প্রথমে আমেরিকাকে সন্দেহ করা হলে পেন্টাগন তা অস্বীকার করে। পরে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান ইঙ্গিতে এ হামলার দায় স্বীকার করেছেন। ইসরায়েলি দৈনিক ‘ইয়েদিয়োথ অহরোনোথ’-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েলি বিমানবাহিনী সিরিয়ায় অভিযান শেষে আজ (গতকাল) সকালে দেশে ফিরেছে। এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের দুটি জঙ্গি বিমান সিরিয়ার ‘টি-ফোর’ বিমানবন্দরে হামলা চালিয়েছে। ৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে পাঁচটি ক্ষেপণাস্ত্রকে আকাশে ধ্বংস করা হয়েছে। বিমানবন্দরে হামলার জন্য লেবাননের আকাশসীমা ব্যবহার করা হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

সম্প্রতি সিরিয়ায় বিদ্রোহীদের শেষ ঘাঁটি বলে পরিচিত দৌমায় রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগ উঠেছে আসাদ সরকারের বিরুদ্ধে। রাসায়নিক হামলার অভিযোগ অস্বীকার করলেও আসাদকেই দায়ী করেছেন ডোনাল্ড ট্রাম্প। আসাদকে পশুর সঙ্গে তুলনা করে তার হুমকি, ‘উচিত শিক্ষা দেওয়া হবে।’ এর পরই হামলার মুখে পড়ে সিরিয়ার বিমান ঘাঁটি। এএফপি

 

সর্বশেষ খবর