মঙ্গলবার, ১০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

পরমাণু নিরস্ত্রীকরণের কথা জানাল উ. কোরিয়া

কোরীয় উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার জন্য উত্তর কোরিয়া প্রস্তুত। আর এই বার্তা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন এক কর্মকর্তা। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠকের পথ সুগম হলো। মার্কিন এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও উত্তর কোরীয় কর্মকর্তাদের মধ্যে গোপন যোগাযোগ হয়েছে যেখানে পিয়ংইয়ং ওই শীর্ষ বৈঠক আয়োজনে সদিচ্ছার কথা সরাসরি নিশ্চিত করেছে। এর আগ পর্যন্ত কিমের ইচ্ছার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রধানত তার মিত্র দক্ষিণ কোরিয়ার আশ্বাসের ওপরই নির্ভর করত। কিমের আমন্ত্রণ গ্রহণের বিষয়ে রাজি করাতে গত মাসে দক্ষিণ কোরিয়ার দূতরা ওয়াশিংটন সফরে গিয়েছিলেন। আগের বছর কিমের সঙ্গে যিনি মারমুখী হুমকি-ধমকি আদান-প্রদান করেছেন সেই ট্রাম্প বিশ্বকে অবাক করে দিয়ে দ্রুত কিমের আমন্ত্রণ গ্রহণ করেন। বিবিসি।

সর্বশেষ খবর