শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

সুর নরম করলেন ট্রাম্প

সিরিয়ায় হামলা

সুর নরম করলেন ট্রাম্প

তর্জনগর্জন ছেড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপাতত সিরিয়ায় সামরিক হামলার হুমকি থেকে কিছুটা সরে এসেছেন। সংকটের শান্তিপূর্ণ সমাধান করতে কূটনৈতিক তৎপরতা শুরু হয়ে গেছে। সিরিয়া প্রশ্নে মনস্থির করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাসায়নিক হামলার বদলা নিতে টুইটারে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়ে আবার কিছুটা শান্ত হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে কী কী করা যেতে পারে, সে বিষয়ে তিনি বৃহস্পতিবার উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন। ব্রিটেন ও ফ্রান্সের নেতাদের সঙ্গেও তিনি যৌথ সামরিক অভিযান নিয়ে শলাপরামর্শ করছেন। ভূমধ্যসাগরে এ দুই দেশও সামরিক প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। রাশিয়ার সঙ্গেও বিষয়টি নিয়ে সরাসরি যোগাযোগ রাখা হচ্ছে।  পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, তা নিশ্চিত করতে কিছু উদ্যোগ চোখে পড়ছে। ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, ‘কখনো বলিনি সিরিয়ার উপর কবে হামলা ঘটবে। হয়তো খুবই দ্রুত অথবা আদৌ হবেই না।’ সিরিয়ায় বাশার আল আসাদ প্রশাসনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিলে আসাদের মিত্র দেশ রাশিয়ার সঙ্গে পশ্চিমা জগতের জোরালো সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কারণ, সিরিয়ায় রাশিয়ার যথেষ্ট সংখ্যক সৈন্য ও সামরিক সরঞ্জাম মোতায়েন রয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাত্রেঁদ্ধা বলেছেন, ৭ এপ্রিল সিরিয়ার দৌমা শহরে রাসায়নিক হামলার জন্য আসাদ প্রশাসন দায়ী। এ অভিযোগের সপক্ষে প্রমাণও পাওয়া গেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ডয়েচেভেলে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর