শনিবার, ১৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ধর্ষণ ঘটনায় ব্যাকফুটে বিজেপি

দীপক দেবনাথ, কলকাতা

দলিত ও কৃষক ইস্যুতে এমনিতেই প্রচণ্ড চাপে রয়েছে ভারতের কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি। তার ওপর উত্তর প্রদেশের উন্নাও এবং কাশ্মীরের কাঠুয়া— এই দুই জায়গায় ধর্ষণ ও খুনের ঘটনায় একেবারে কোণঠাসা অবস্থায় ক্ষমতাসীনরা। সম্প্রতি দুটি স্পর্শকাতার ঘটনার পরেও অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কোনো পদক্ষেপ না নেওয়ায় সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামী বছর দেশটিতে লোকসভার নির্বাচন। কিন্তু তার আগে কেন্দ্রের তরফে অন্ধ্রপ্রদেশকে বিশেষ সুবিধা প্রদানকারী রাজ্য হিসেবে ঘোষণা করার দাবি প্রত্যাখ্যানের পরই সরকারের ওপর থেকে টিডিপির সমর্থন প্রত্যাহার এবং তামিলনাড়ুতে কাবেরী নদীর পানি বণ্টন ইস্যুতে যথেষ্ট চাপে রয়েছে বিজেপি সরকার। বৃহস্পতিবার চেন্নাই সফরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন নরেন্দ্র মোদি। ধর্ষণের মতো স্পর্শকাতর বিষয়টি ভবিষ্যতে দলের ওপর কতটা প্রভাব ফেলবে— সে ব্যাপারে দলের নেতারা প্রকাশ্যে মুখ না খুললেও তারা এক প্রকার স্বীকার করে নিয়েছেন দলিত ও কৃষক ইস্যুর পর উন্নাও এবং কাঠুয়া ধর্ষণের ঘটনা দলের মনোবলে ব্যাপক প্রভাব ফেলবে।

সর্বশেষ খবর