বুধবার, ১৮ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাইবার নিরাপত্তা বিষয়ক তিন সংস্থা সোমবার এক বিবৃতিতে রাশিয়ার বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ এনেছে। এ ব্যাপারে রাশিয়া এখনো কোনো মন্তব্য করেনি।

যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্র, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও এফবিআই এক যৌথ সতর্কবার্তায় বলেছে, রুশ সরকারের সমর্থন পাওয়া হ্যাকাররা ২০১৫ সাল থেকে বিভিন্ন দেশের রাউটার ও সুইচের ওপর হামলা চালিয়ে আসছে। এর মাধ্যমে তারা গোয়েন্দাগিরি, মেধাস্বত্ব চুরি ইত্যাদি অপরাধ করে চলেছে। এ ছাড়া এই হামলার মাধ্যমে ভবিষ্যতে বড় ধরনের সাইবার হামলা চালানোর ভিত্তি তৈরি করা হয়েছে বলেও মনে করছে মার্কিন ওই গোয়েন্দা সংস্থাটি। ডয়েচেভেলে

সর্বশেষ খবর