অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ১৮ জন রোহিঙ্গা মুসলিমকে আটক করেছে দেশটির পুলিশ। এর মধ্যে ৩ শিশু, ৪ নারী ও ১১ জন পুরুষ রয়েছে। বৃহস্পতিবার উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ৭০ কিলোমিটার দূরে তেলিয়ামুড়া থেকে আটক করা হয় এদের। খোয়াই জেলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী জানান, ‘তেলিয়ামুড়া থেকে ওই ১৮ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাদের তেলিয়ামুড়া পুলিশ থানায় নিয়ে আসা হয়। এরা বাংলাদেশের চট্টগ্রাম থেকে ভারতে প্রবেশ করেছিল।’ ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, ‘ত্রিপুরায় ওই রোহিঙ্গাদের অবস্থানের ব্যাপারে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। আটকদের সিনিয়র পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন। তাদের শিগগির স্থানীয় আদালতে তোলা হবে।’ রাজ্য পুলিশের অন্য এক কর্মকর্তা জানান, ‘বুধবার তারা সীমান্ত পেরিয়ে রাজ্যে প্রবেশ করে। এরপর কাজের সন্ধানে ট্রেনে চেপে দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।’