শনিবার, ২১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা
অন্য খবর

নিখোঁজের ৪০ বছর...

নিখোঁজ হওয়ার ৪০ বছর পর ইউটিউব ভিডিওয়ের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর এক সাবেক সদস্য হাজারো মাইল দূরে তার স্বজনদের দেখা পেয়েছেন। খোমদ্রাম গাম্ভীর সিং নামের ব্যক্তি ২৬ বছর বয়সে ১৯৭৮ সালে হঠাৎ করে নিখোঁজ হন। তার বাড়ি ভারতের মনিপুর রাজ্যের রাজধানী ইমফলে। কিন্তু নিখোঁজ হওয়ার ৪০ বছর পর তাকে পাওয়া যায় অনেক দূরের শহর মুম্বাইতে। এখন তার বয়স ৬৬। এ ব্যক্তিকে তার ভাতিজা ইউটিউবে একটি ভিডিও দেখে তাকে চিনতে পারেন।

ফিরোজ শাকরি নামের একজন ফটোগ্রাফার মুম্বাইয়ের রাস্তায় বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করেছিলেন। তিনি অনেক ছবিও তুলেছিলেন। এ ফটোগ্রাফার তার ভিডিওগুলো ইউটিউবে আপলোড করলে তা ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, পরিবার থেকে নিখোঁজ হওয়া খোমদ্রাম গাম্ভীর সিং পুরানো দিনের হিন্দি গান গেয়ে রাস্তায় ভিক্ষা করছেন। তার ভাতিজা ইউটিউবে সেই ভিডিও দেখে তাকে চিনতে পেরে অন্য স্বজনদের জানান। তখন স্বজনরা মনিপুরের ইমফল পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ যোগাযোগ করে মুম্বাইয়ের পুলিশের সঙ্গে। মুম্বাই পুলিশ তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেন। বিবিসি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর