শনিবার, ২১ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ভারতে প্রধান বিচারপতিকে অপসারণ চেয়ে লোকসভায় প্রস্তাব

ভারতে প্রধান বিচারপতিকে সংসদীয় বিচারের মাধ্যমে অপসারণ চেয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো রাজ্যসভায় একটি প্রস্তাব পেশ করেছে। প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাব থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। তার বিরুদ্ধে আরও কয়েকটি অসদাচরণেরও অভিযোগ আনা হয়েছে। সংসদের উচ্চ-কক্ষে দেওয়া এই পিটিশনে সাতটি রাজনৈতিক দলের ৬৪ জন এমপি সই করেছেন। রাজ্যসভায় ইমপিচমেন্টের প্রস্তাব আনতে গেলে ন্যূনতম ৫০ জন এমপির স্বাক্ষর লাগে, তবে লোকসভায় ওই একই প্রস্তাব আনতে হলে ১০০ জন সংসদ সদস্যকে স্বাক্ষর করতে হয়। প্রধান বিচারপতির বিরুদ্ধে এর আগে ভারতে কখনো ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়নি। প্রধান বিচারপতি মিশ্রের বিরুদ্ধে যে পাঁচটি অসদাচরণের অভিযোগ আনা হয়েছে তার মধ্যে রয়েছে, কোন মামলা কোন বেঞ্চে যাবে সেটি নির্ধারণের ক্ষেত্রে তিনি স্বেচ্ছাচার করেছেন। এখন এই পিটিশনের ওপর আলোচনা হবে কিনা সে বিষয়ে রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু, যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারেও সিনিয়র মন্ত্রী ছিলেন, সিদ্ধান্ত নেবেন। বিবিসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর