রবিবার, ২২ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে সহিংসতার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে সহিংসতার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার প্রতিবাদে ক্লাসরুম বর্জন করে বিক্ষোভ করেছে স্কুলের শিক্ষার্থীরা। শুক্রবার সকালে ওই প্রতিবাদে দেশটির প্রায় ২ হাজার স্কুলের শিক্ষার্থীরা শামিল হয়। কলোরাডোর কলোম্বাইন হাইস্কুলে বন্দুক হামলার ১৯তম বার্ষিকীতে ওই প্রতিবাদ আয়োজন করা হয়েছিল। এদিকে, প্রতিবাদ কর্মসূচি শুরুর মাত্র এক ঘণ্টা আগে ফ্লোরিডার একটি স্কুলে গুলির ঘটনা ঘটেছে।

কলোম্বাইন হাইস্কুলের হত্যাকাণ্ড স্মরণে ও যুক্তরাষ্ট্রজুড়ে বার বার ঘটা অস্ত্র সহিংসতার ঘটনার প্রতিবাদে উচ্চবিদ্যালয় পর্যায়ে এই ক্লাসরুম বর্জন প্রতিবাদের আয়োজন করা হয়। একজন শিক্ষার্থীর উদ্যোগে সাড়া দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ২ হাজার স্কুলে কর্মসূচিটি পালিত হয়েছে। প্রতিবাদ কর্মসূচিটির উদ্যোক্তা কানেকটিকাটের উচ্চবিদ্যালয় স্তরের শিক্ষার্থী লেন মার্ডক। বিবিসি।

সর্বশেষ খবর