রবিবার, ২২ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

২৫০ বছরের আগ্নেয়গিরি!

জাপানে ২৫০ বছর পর এক সুপ্ত আগ্নেয়গিরি জেগে উঠেছে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জায়গাটিকে ‘নো এন্ট্রি’ জোন ঘোষণা করেছে দেশটির প্রশাসন। পাশাপাশি আগ্নেয়গিরি বিস্ফোরণের পর প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে। জানা গেছে, আগ্নেয়গিরিটি জাপানের কিরিশিমা পর্বতে অবস্থিত। জাপানের মেটেরিওলজিক্যাল এজেন্সির মতে, ১৭৬৮ সালের পর প্রথম এ ঘটনা ঘটল। আগ্নেগিরি জেগে ওঠার পরই সাদা ধোঁয়ায় ঢেকে গেছে চারদিক। এদিকে এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। উল্লেখ্য, ভৌগোলিক দিক থেকে যথেষ্ট ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে জাপান। একে প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ার বলে মনে করা হয়। এ দেশে বর্তমানে ১১০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। দ্য নিউইয়র্ক পোস্ট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর