মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

মোদিকে চমস্কিসহ ৬০০ শিক্ষাবিদের চিঠি

ধর্ষণের ঘটনায় ন্যায়বিচার দাবি

ভারতে যৌন নিপীড়ন বিশেষ করে শিশু ধর্ষণের ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে। আর এ জন্য বর্তমান বিজেপি শাসিত সরকারকে দায়ী করেছেন ভারতসহ বিভিন্ন দেশের খ্যাতনামা ৬ শতাধিক শিক্ষাবিদ। এ জন্য তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠিও লিখেছেন। যারা চিঠি লিখেছেন তাদের মধ্যে অন্তত ২০০ জন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আর অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন খ্যাতনামা মার্কিন ভাষাতাত্ত্বিক ও রাজনীতিবিশ্লেষক নোয়াম চমস্কি, ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নৃবিজ্ঞানী লিলা আবু লুঘোদ এবং আসামে জন্ম নেওয়া মার্কিন ইতিহাসবিদ প্রসেনজিত দুয়ারার মতো বুদ্ধিজীবী।

সেই চিঠিতে তারা দাবি করেছেন, তার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়সহ নারীদের লক্ষ্যবস্তু বানিয়ে যৌন নিপীড়ন ও সহিংসতাকে রাজনৈতিক হাতিয়ার করে তোলা হয়েছে। কাঠুয়া আর উন্নাহর সাম্প্রতিক ধর্ষণের ঘটনায় প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া ন্যায়বিচার নিশ্চিতের পক্ষে পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন বিশ্বের খ্যাতনামা ওই শিক্ষাবিদরা। খোলা চিঠিতে তারা এই পরিস্থিতির অবসান কামনা করেছেন। কদিন আগে কাশ্মীরের কাঠুয়া ও উন্নাহতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করে গত সপ্তাহে তাকে চিঠি লিখেছিলেন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা। এবার তাদের সঙ্গে সংহতি জানিয়ে মোদিকে খোলা চিঠি লিখেছেন ভারতসহ বিভিন্ন দেশের ৬৩৭ জন শিক্ষাবিদ।

সর্বশেষ খবর