মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

প্যারিস হামলাকারীর ২০ বছরের কারাদণ্ড

২০১৫ সালে ফ্রান্সের প্যারিসে হামলাকারীদের মধ্যে একমাত্র জীবিত সন্দেহভাজন আব্দেসালামকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে বেলজিয়ামের আদালত। ২০১৫ সালের নভেম্বরে প্যারিসে হামলা চালিয়ে ১৩০ জনকে হত্যার পর ৪ মাস পালিয়ে ছিলেন আব্দেসালাম। ব্রাসেলসে গ্রেফতার হওয়ার আগে পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ বন্দুকযুদ্ধ চালিয়ে যান তিনি। সেই ঘটনায় দোষী সাব্যস্ত করে আাাব্দেসালামকে এই দণ্ড দেওয়া হয়েছে। সালাহ আব্দেসালামকে ২০১৬ সালের মার্চ মাসে ব্রাসেলস থেকে গ্রেফতার করা হয়। চার মাস পালিয়ে থাকার পর বেলজিয়ামের মোলেনবেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দেশটির সন্ত্রাস বিরোধী পুলিশ। অভিযানের সময় পুলিশের সঙ্গে গোলাগুলি হলে প্রাণ হারান মোহাম্মেদ বেলকেইড।  বিবিসি।

সর্বশেষ খবর