মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

ভারতের প্রধান বিচারপতির অপসারণের প্রস্তাব খারিজ

ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট (অপসারণের) প্রস্তাব খারিজ করে দিয়েছেন দেশটির উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। দুর্নীতির অভিযোগ এবং পদ ও ক্ষমতার অপব্যবহার করছেন— এই অভিযোগ তুলেই দীপক মিশ্রের বিরুদ্ধে ‘ইমপিচমেন্ট’ প্রস্তাব আনে কংগ্রেসসহ সাত দলের রাজ্যসভার সাংসদরা। কিন্তু সেই অভিযোগ পর্যাপ্ত নয়- এই ভিত্তিতেই গতকাল ইমপিচমেন্ট প্রস্তাব খারিজ করে রাজ্যসভার চেয়ারম্যান ও উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। প্রধান বিচারপতির বিরুদ্ধে আনা অপসারণের প্রস্তাব নিয়ে রবিবারই একাধিক আইনি পরামর্শদাতার সঙ্গেও আলোচনায় বসেন নাইডু। গতকাল নাইডু তার আদেশে জানান, প্রধান বিচারপতির বিরুদ্ধে আনা ‘ইমপিচমেন্ট মোশন’এর অভিযোগের কোনো সত্যতা নেই।’ কলকাতা প্রতিনিধি।

সর্বশেষ খবর