রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

রাজপরিবারে নতুন অতিথি প্রিন্স লুই

রাজপরিবারে নতুন অতিথি প্রিন্স লুই

প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেইট মিডলটন তাদের নতুন সন্তানের নাম রেখেছেন লুই আর্থার চার্লস। ডিউক ও ডাচেস অব কেমব্রিজ তাদের তৃতীয় সন্তানের এ নাম ঠিক করেছেন বলে কেনসিংটন প্রাসাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। সোমবার স্থানীয় সময় বেলা ১১ টা ১ মিনিটে লন্ডনের সেইন্ট  মেরি হাসপাতালের লিন্ডো উইংয়ে উইলিয়াম-কেট দম্পতির দ্বিতীয় পুত্র প্রিন্স লুইয়ের জন্ম হয়। সে সময় রাজপরিবারের এ নতুন উত্তরসূরির ওজন ছিল ৮.১ পাউন্ডের সামান্য বেশি। ব্রিটিশ সিংহাসনের পঞ্চম এ দাবিদার এখন থেকে প্রিন্স লুই অব কেমব্রিজ নামে পরিচিত হবেন বলে টুইটে জানিয়েছে  কেনসিংটন প্রাসাদ। প্রিন্স উইলিয়াম ও তার বড় ছেলে জর্জের নামের মধ্যেও লুই আছে।

রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী ফিলিপের দূর সম্পর্কের ভাই লর্ড মাউন্টব্যাটেনের নামের প্রথম অংশেও লুই আছে। রানি ভিক্টোরিয়ার নাতি মাউন্টব্যাটেন ১৯৪৭ সালে ভারতবর্ষের ভাইসরয় হন, তার পরিকল্পনাতেই ভারত ভাগ হয়ে ধর্মের ভিত্তিতে দুটি আলাদা রাষ্ট্রের উদ্ভব হয়েছিল। ব্রিটিশ রাজসিংহাসনের পরবর্তী উত্তরাধিকার প্রিন্স চার্লসও বলেছিলেন, তার মধ্যে বার্মার (মিয়ানমার) প্রথম আর্ল মাউন্টব্যাটেনের চিন্তা চেতনার বেশ প্রভাব আছে। ১৯৭৯ সালে নর্দার্ন আয়ারল্যান্ডের স্বাধীনতাপন্থী গোষ্ঠী আইরিশ রিপাবলিকান আর্মির হামলায় মাউন্টব্যাটেন নিহত হন। নতুন রাজপুত্রের নামে থাকা আর্থারও বেশ পরিচিত রাজপরিবারে। রানি এলিজাবেথের বাবা কিং জর্জের নামের মধ্যেও এটি আছে। বাজির দরে অবশ্য এ নামটিই সবার উপরে ছিল, এরপর ছিল জেমস ও ফিলিপ। ইতিহাসবিদ জুডিথ রোবোথাম বলছেন, উইন্ডসর প্রাসাদে লুই নামটি খুব একটা দেখা না যাওয়ায় নতুন রাজপুত্রের নামে ‘খানিকটা বিস্মিতই’ হয়েছেন তিনি। লুই মাউন্টব্যাটেনের প্রতি প্রিন্স অব ওয়েলস চার্লসের ‘গভীর ভালোবাসার’ প্রতি শ্রদ্ধা জানাতেই এ নামকরণ করা হয়েছে বলেও ধারণা তার। যুক্তরাজ্যের ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী ইংল্যান্ড ও ওয়েলসে জন্ম নেওয়া শিশুদের নামকরণের ক্ষেত্রে লুইয়ের অবস্থান ৭১ নম্বরে। ২০০৪ সালের দিকে এটি সদ্যভূমিষ্ঠ ছেলেদের নামের তালিকায় ৩৮ নম্বরে ছিল, এরপর থেকেই এর জনপ্রিয়তায় ভাটা পড়তে থাকে। ২০১৬ সালে যুক্তরাজ্যের ৯১১টি সদ্যজাত ছেলের নাম লুই রাখা হয়; তুলনায় একই বছরে জন্ম নেওয়া ৫ হাজারের  বেশি ছেলের নাম বাবা-মা’রা আর্থার রেখেছিলেন বলে জানিয়েছে ন্যাশনাল স্ট্যাটিস্টিকস।

 

সর্বশেষ খবর