শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

চুক্তি থেকে বের না হতে ট্রাম্পকে আহ্বান গুতেরেসের

ইরান পারমাণবিক সমঝোতা

চুক্তি থেকে বের না হতে ট্রাম্পকে আহ্বান গুতেরেসের

ইরানের সঙ্গে হওয়া ছয় জাতির পরমাণু চুক্তি বাতিলের প্রায় ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর বিষয়টির ফয়সালা হবে আগামী ১২ মে। ওই দিন চুক্তি নবায়নে যদি ট্রাম্প স্বাক্ষর করেন তাহলে চুক্তি বলবৎ থাকবে আর স্বাক্ষর না করলে যুক্তরাষ্ট্র সেই চুক্তি থেকে বেরিয়ে যাবে। কিন্তু অনেক ত্যাগ তিতিক্ষার পর যারা ২০১৫ সালে সেই চুক্তি করেছিল তারা বারংবার ট্রাম্পকে অনুরোধ করছেন যেন যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বের না হয়ে যায়। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা ছেড়ে না যেতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ২০১৫ সালে সই হওয়া এ সমঝোতা যদি রক্ষা করা না হয় তাহলে যুদ্ধের বাস্তব ঝুঁকি রয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে ইরানের পারমাণবিক কর্মসূচির লাগাম টানতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, জার্মানি ও রাশিয়ার সঙ্গে ২০১৫ সালে ওই চুক্তি করেছিল তেহরান। ট্রাম্প শুরু থেকেই বারাক ওবামা আমলে স্বাক্ষরিত ওই সমঝোতা চুক্তির কঠোর বিরোধিতা করে আসছেন। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় থেকে ট্রাম্প এ সমঝোতার সমালোচনা করে আসছেন এবং তিনি বার বার বলেছেন, এটা হচ্ছে তার মতে সবচেয়ে খারাপ চুক্তি। তবে ইরান বলছে, ট্রাম্প এটা বানচাল করতে পারেন না কারণ এটা বহুপক্ষীয় আন্তর্জাতিক সমঝোতা। আর সাক্ষাৎকারে গুতেরেস বলছেন, ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির ওই চুক্তি ছিল ‘গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়’। চুক্তিটি বহাল রাখা উচিত হবে বলেও মন্তব্য তার।

সর্বশেষ খবর