শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

সাংবাদিক নিপীড়ন বিশ্বজুড়ে

২৮ বছরে নিহত আড়াই হাজার

গোলাগুলির মধ্যে পড়ে মৃত্যুর চাইতে এখন পরিকল্পিত আক্রমণের শিকারই বেশি হচ্ছেন সাংবাদিকরা। সারা পৃথিবীতে ১৯৯০ সাল থেকে শুরু করে এ পর্যন্ত আড়াই হাজারের বেশি সাংবাদিক নিহত হয়েছেন। সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দিন ছিল গত সোমবার। সেদিন আফগানিস্তানে দুটি আক্রমণে মোট ১০ জন সাংবাদিক নিহত হন। এরমধ্যে এএফপি, বিবিসির মতো বিখ্যাত গণমাধ্যমের কর্মীরাও আছেন। সাংবাদিক অধিকারসংক্রান্ত গ্রুপগুলো বলছে, সাংবাদিকদের আক্রমণের লক্ষ্যবস্তু হবার ঘটনা ক্রমশই বাড়ছে। গতকাল বিশ্ব প্রেস ফ্রিডম ডে উপলক্ষে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরে এ কথা বলছে সাংবাদিকদের আন্তর্জাতিক ফেডারেশন আইএফজে এবং অন্যান্য সংগঠন। আইএফজে বলছে, চলতি বছর এ পর্যন্ত মোট ৩২ জন সাংবাদিক নিহত হয়েছেন। মিডিয়া অধিকার সংগঠনগুলো ১৯৯০ এর দশক থেকে এ পর্যন্ত যে সাংবাদিকরা নিহত, আটক বা নিখোঁজ হয়েছেন তাদের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে। আইএফজে বলছে, গত এক দশকের মধ্যে সবচেয়ে কম - ৮২ জন সাংবাদিকের মৃত্যু হয়েছে ২০১৭ সালে। এর মধ্যে মেক্সিকোতে ১৩ জন, আফগানিস্তানে ১২ জন, ইরাকে ১১ জন আর সিরিয়াতে ১০ জন নিহত হন। আর সিরিয়া এবং ইরাকে আইএসের উত্থানে পরও সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন শুধুই সাংবাদিক বলেই।  বিবিসি।

সর্বশেষ খবর