শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

কিমের সঙ্গে বৈঠক করে জনপ্রিয় মুন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে যুগান্তকারী সম্মেলনের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। তিনি বর্তমানে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন। জনমত যাচাই করা প্রতিষ্ঠান রিয়ালমিটার গতকাল এ তথ্য জানায়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জরিপে অংশ নেওয়া প্রতি চারজনে তিনজনই মুনকে সমর্থন করেছে। দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় চালানো এ ধরনের জরিপের ফলাফলের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার যে কোনো প্রেসিডেন্টের জন্য এ যাবৎকালের মধ্যে এটি একটি রেকর্ড। রিয়ালমিটার জানায়, শুক্রবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মুনের বৈঠকের পর এ ফলাফলে পিয়ংইয়ংয়ের পরমাণু নিরস্ত্রীকরণ ও কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। সম্মেলনের পর এ সপ্তাহে প্রেসিডেন্ট মুনের প্রতি জনগণের সমর্থন আট পয়েন্টের বেশি বেড়ে ৭৮.৩ শতাংশে দাঁড়িয়েছে। এএফপি।

সর্বশেষ খবর