শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

মিসরে আটক সাংবাদিক পেলেন ‘ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে’ পুরস্কার

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে পুরস্কার পেলেন মিসরে আটক আল-জাজিরার সাংবাদিক মোহাম্মদ আবু জায়েদ। সংস্থাটির নিরপেক্ষ জুরি বোর্ডের প্রধান মারিয়া রেসা বলেন, মতপ্রকাশের স্বাধীনতা ও সাহসের প্রশংসা করে আবু জায়েদকে এই পুরস্কার দেওয়া হয়। ২০১৬ সালের ডিসেম্বরে দোহা থেকে মিসরে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পর আটক হন ৫৫ বছর বয়সী এই সাংবাদিক। তার বিরুদ্ধে অভিযোগ ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে উস্কানি ও বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে ভুয়া খবর প্রচার। তবে এসব অভিযোগ আল জাজিরা ও হুসেইন বরাবরই অস্বীকার করে আসছেন।

সর্বশেষ খবর