শুক্রবার, ৪ মে, ২০১৮ ০০:০০ টা

ফিলিস্তিনি কবি তাতুরকে দোষী করল ইসরায়েল

সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগে ফিলিস্তিনি কবি দারিন তাতুরকে দোষী সাব্যস্ত করেছে ইসরায়েলের একটি আদালত। সামাজিক মাধ্যমে তিনটি পোস্টের কারণে গতকাল তাকে দোষী সাব্যস্ত করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেত্জ এ খবর জানিয়েছে। ৩৬ বছরের তাতুরকে ২০১৫ সালে নাজারেতের কাছের গ্যালিলি গ্রাম থেকে গ্রেফতার করা হয়। ‘রুখে দাঁড়াও, আমার জনগণ, তাদের রুখে দাও’ শিরোনামের একটি কবিতা প্রকাশের জন্য তাকে গ্রেফতার করা হয়। এই কবিতার অনুবাদের কারণে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ওই অনুবাদে বলা হয়েছে, আমি শান্তিপূর্ণ সমাধানের কাছে নিমজ্জিত হব না, কখনো আমার পতাকাকে অবদমিত হতে দেব না, যতক্ষণ পর্যন্ত না তাদের আমার ভূমি থেকে তাড়িয়ে দেব না।

সর্বশেষ খবর