রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

ট্রাম্পের বিরুদ্ধে ইয়েমেনে বিক্ষোভ

জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর

মার্কিন দূতাবাস ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে অধিকৃত জেরুজালেম আল কুদস বা বায়তুল মুকাদ্দাসে সরিয়ে নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে হাজারো ইয়েমেনি। দেশটির রাজধানী সানায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় শুক্রবার অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে বিক্ষোভকারীরা ইয়েমেন এবং ফিলিস্তিনি পতাকা বহন করে নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। আবু হাজার নামে এক বিক্ষোভকারী বলেন, জেরুজালেম পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত আমরা আমাদের অস্ত্র, জীবন এবং রক্ত দিয়ে ফিলিস্তিনিদের পাশে আছি। আমরা কখনোই এ পথ থেকে সরে যাব না। আরেক বিক্ষোভকারী আকিল বিন সাবর বলেন, বায়তুল মুকাদ্দাসে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনের নীতিকে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা কিছুতেই এটা মেনে নেব না এবং আমরা জানি যে, সৌদি সরকার ইসরায়েলের নীতির প্রতি সমর্থন দিচ্ছে। ইসরায়েলকে রক্ষা এবং তাদের স্বার্থে পারস্য উপসাগরীয় দেশগুলোও কাজ করছে। আন্তর্জাতিক প্রতিবাদ এবং সতর্কবার্তা উপেক্ষা করে গত ডিসেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে (বায়তুল মুকাদ্দাস শহরকে) ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করেন। এ ছাড়া গত কয়েক যুগের আমেরিকার নীতি লঙ্ঘন করে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাসে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন তিনি। ট্রাম্পের এ ঘোষণার বিরুদ্ধে সারা বিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। পরে জাতিসংঘ সাধারণ পরিষদে এ নিয়ে ভোটাভুটি হয় এবং আমেরিকা তাতে ব্যাপকভাবে পরাজিত হয়। প্রেসটিভি।

সর্বশেষ খবর