রবিবার, ৬ মে, ২০১৮ ০০:০০ টা

দ্বিতীয় নৌবহর পুনঃপ্রতিষ্ঠা করছে যুক্তরাষ্ট্র

আটলান্টিক মহাসাগরে মার্কিন স্বার্থ সংরক্ষণের জন্য নিজেদের দ্বিতীয় নৌবহর পুনঃপ্রতিষ্ঠা করছে মার্কিন নৌবাহিনী। রাশিয়ার বাড়তে থাকা সামরিক প্রভাব মোকাবিলায় ভেঙে দেওয়ার সাত বছর পর বহরটি আবার গঠন করা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শুক্রবার মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল জন রিচার্ডসন বলেছেন, ‘নিরাপত্তা পরিবেশ ক্রমাগত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জটিল হয়ে ওঠার মধ্য দিয়ে বৃহৎ শক্তির প্রতিদ্বন্দ্বিতার যুগে আমরা আবার ফিরে গেছি, আমাদের জাতীয় প্রতিরক্ষা কৌশল এটি পরিষ্কার করছে। পূর্ব উপকূলে ও আটলান্টিক মহাসাগরের উত্তরাঞ্চলে নির্ধারিত জাহাজ, বিমান ও অবতরণ বাহিনীগুলোর কার্যক্রম ও প্রশাসনিক কর্তৃত্ব দ্বিতীয় নৌবহরের অধীনে থাকবে।’ মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, দ্বিতীয় নৌবহরের কমান্ড সেন্টার হবে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নরফোকে। বিবিসি।

সর্বশেষ খবর