শুক্রবার, ১১ মে, ২০১৮ ০০:০০ টা

ইরান-ইসরায়েল যুদ্ধের শঙ্কা

ইরান-ইসরায়েল যুদ্ধের শঙ্কা

ইরান পরমাণু সমঝোতা চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বের হয়ে যাওয়ার ঘোষণার রেশ ২৪ ঘণ্টাও পার হয়নি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের বন্ধু ইসরায়েল ও চরম শত্রু ইরানের মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। গত পরশু রাতে পাল্টাপাল্টি হামলাও হয়েছে দুপক্ষের। ফলে মধ্যপ্রাচ্যে আরও একটি বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

যদিও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এভিগডর লিবারম্যান বলেছেন, এসব হামলা সত্ত্বেও তারা  উত্তেজনা বৃদ্ধি চান না। তিনি জানান, সিরিয়ার ভিতরে ইরানের যতগুলো স্থাপনা ছিল তার প্রায় সবগুলোতেই আঘাত হেনেছে দেশের সামরিক বাহিনী। সিরিয়ান সূত্রগুলো বলছে, ইসরায়েলের এসব হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। ইরানের দিক থেকে এসব হামলার ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আসাদকে সাহায্য করতে ইরান সেদেশে সৈন্য পাঠিয়েছে। আগের দিন ইসরায়েল সিরিয়ায় হামলা চালায়। এ অবস্থায় সিরিয়ায় দখল করে নেওয়া গোলান উপত্যকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে বুধবার রাতে সিরিয়ায় ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানি-নেতৃত্বাধীন একটি সামরিক জোটের একটি সূত্র এএফপিকে বলেছেন- ইসরায়েলি বাহিনীই প্রথমে গোলাগুলি করেছে। ইসরায়েলের সেনা মুখপাত্র জোনাথন কনরিকাস বলেন, চারটি রকেট ইসরায়েলে প্রতিরক্ষা ব্যবস্থা ‘আরন ডোম’ দিয়ে আটকে দেওয়া হয়। অন্যগুলো তাদের লক্ষ্যে পৌঁছানোর আগেই মাটিতে পড়ে যায়। কনরিকাস সাংবাদিকদের বলেছেন, সিরিয়ায় ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে বহু হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এসব হামলা হয়েছে গোয়েন্দা, লজিস্টিক, সংরক্ষণাগার, সামরিক যান ও রকেট তৈরির উৎসস্থল লক্ষ্য করে। ইসরায়েল মনে করে ইরান তাদের অন্যতম শত্রু। কিছুদিন আগে থেকেই ইসরায়েল হুমকি দিয়ে আসছে যে সিরিয়ার ভিতরে ইরানকে তাদের অবস্থান পাকাপোক্ত করতে দেওয়া হবে না। উল্লেখ্য, গত এক বছরে সিরিয়ার ভিতরে বহুবার হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার সঙ্গে ইসরায়েল কৌশলগত দিক দিয়ে এখনো একরকম যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছে। ইরানের বিরুদ্ধে চালানো এটা হলো সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ সামরিক অপারেশন। বিবিসি।

সর্বশেষ খবর