শুক্রবার, ১১ মে, ২০১৮ ০০:০০ টা

ইরানের সঙ্গে আছে ইউরোপ

ইরানসহ একাধিক প্রশ্নে ট্রাম্প প্রশাসনের ‘একলা চলো রে’ নীতির চ্যালেঞ্জের মুখে ইউরোপীয় ইউনিয়নকে সংঘবদ্ধ রাখতে বদ্ধপরিকর ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ডয়চে ভেলের সঙ্গে সাক্ষাৎকারে তিনি নানা বিষয়ে বক্তব্য রেখেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে আমেরিকাকে বের করে এনে যখন গোটা বিশ্বে তুমুল সমালোচনার মুখে পড়েছেন, তখন অনেকেরই নজর ছিল ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর দিকে। তিন দিনের রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে গিয়ে তিনি ট্রাম্পকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করেও বিফল হয়েছেন। ইউরোপীয় সমন্বয় প্রক্রিয়ার ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে গতকাল জার্মানির আখেন শহরে ‘শার্লেমান পুরস্কার’ গ্রহণ করেন তিনি। তার আগে ওই সাক্ষাৎকারে ম্যাক্রোঁ পরমাণু চুক্তিকে ঘিরে বর্তমান সংকট, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের সম্পর্ক, ইউরোপীয় ইউনিয়নের সংস্কার ইত্যাদি বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। ম্যাক্রোঁ বলেন, মার্কিন প্রশাসন ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে সরে এলেও ইউরোপ এই চুক্তির প্রতি অঙ্গীকারবদ্ধ। কারণ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই স্থিতিশীলতা ইউরোপের মানুষের কাছে সবচেয়ে বেশি জরুরি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর