শুক্রবার, ১১ মে, ২০১৮ ০০:০০ টা
পরমাণু চুক্তি ভঙ্গ

ট্রাম্পকে ইমপিচ করতে চান মার্কিন সিনেটর

মার্কিন বিরোধী ডেমোক্র্যাট দলের প্রভাশালী সিনেটর ম্যাক্সাইন ওয়াটার্স বলেছেন, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করা উচিত। বুধবার এক টুইটার বার্তায় ম্যাক্সাইন একথা বলেছেন। তিনি বলেন, রিপাবলিকান দলের প্রেসিডেন্ট মনে করেন সব আলোচক ও আমেরিকার বন্ধুদের চেয়ে তিনি বেশি বোঝেন। কিন্তু পরমাণু সমঝোতা থেকে প্রত্যাহারের মাধ্যমে ট্রাম্প আমেরিকাকে আরও বিচ্ছিন্ন করে ফেললেন। ম্যাক্সাইন প্রশ্ন করেন, ‘আমরা কতদিন ট্রাম্পের এই মহা গোঁয়ার্তুমির শিকার হব?’ তিনি আরও বলেছেন, এর একমাত্র সমাধান হচ্ছে- প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করা।

সর্বশেষ খবর