শুক্রবার, ১১ মে, ২০১৮ ০০:০০ টা

ত্রিপুরায় ‘ককবরক’ ভাষা রক্ষা আন্দোলন

অনিতা চৌধুরী, কলকাতা

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় ভাষা আন্দোলনের পরিস্থিতি হতে চলেছে। কারণ সদ্য নির্বাচিত বিজেপি সরকার প্রস্তাব করেছে, স্থানীয় সব টিভি চ্যানেল খবরের মাধ্যম হিসেবে ককবরকের বদলে হিন্দি ব্যবহার করতে হবে। সরকার এমন এক প্রস্তাব আনতে পারে জানার পরেই বিরোধী দলগুলো একত্র হয়ে প্রতিবাদ শুরু করেছে। ত্রিপুরাতে ৩৬ লাখ জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ ককবরক ভাষায় কথা বলে। বাংলাদেশের চট্টগ্রামের কিছু জায়গায় এ ভাষার প্রচলন আছে। বামপন্থি সরকার ১৯৭৮ সালে ককবরক ভাষাকে স্বীকৃতি দেয়। কক শব্দের মানে ভাষা আর বরক সম্প্রদায়ের লোকেরা এই ভাষায় কথা বলে। তাই বলা হয় ‘ককবরক’। তখন থেকে স্কুল, কলেজে পাঠ্যক্রমে এ ভাষা স্থান পায়। সিপিএমএর অনেক শীর্ষস্থানীয় নেতা ইতিমধ্যে ফেসবুকে প্রচার শুরু করেছেন কীভাবে বিজেপি ত্রিপুরার মানুষের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করছে।

সর্বশেষ খবর