শুক্রবার, ১১ মে, ২০১৮ ০০:০০ টা
অন্য খবর

‘১১ স্বামী’ তাই...

সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল-শাবাব পরিচালিত একটি আদালত একসঙ্গে একাধিক স্বামী রাখার অভিযোগে এক নারীকে দোষী সাব্যস্ত করার পর তাকে পাথর ছুড়ে হত্যা করা হয়েছে। শুকরি আবদুল্লাহি ওয়ারসেম নামে ওই নারীর বিরুদ্ধে আগের স্বামীদের সঙ্গে বিচ্ছেদ ছাড়াই ১১ বার বিয়ে করার অভিযোগ আনা হয়। আদালতের রায়ের পর আল শাবাব জঙ্গিরা শুকরিকে গলা পর্যন্ত মাটিতে পুঁতে, পাথর ছুড়ে তার মৃত্যু কার্যকর করে বলে দক্ষিণ সাবলালে শহরের অধিবাসীদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

কঠোর শরিয়া আইন প্রচলনের পক্ষে থাকা আল-শাবাবের দখলে আছে সোমালিয়ার বিশাল একটি অংশ। রাজধানী মোগাদিসুর নিয়ন্ত্রণ রাখা কেন্দ্রীয় সরকারকে উত্খাতে প্রায়ই এ জঙ্গিগোষ্ঠী রাজধানীতে বিভিন্ন ধরনের হামলা ও অভিযান চালায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর