শনিবার, ১২ মে, ২০১৮ ০০:০০ টা

ইসরায়েলের সমালোচনায় ইরান

সিরিয়ায় ইরানি স্থাপনায় ইসরায়েলি হামলাকে আগ্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ আখ্যায়িত করে সমালোচনা করেছে ইরান। একই সঙ্গে গোলান মালভূমিতে ইরান হামলা চালিয়েছে বলে ইসরায়েল যে অভিযোগ করেছে তা অস্বীকার করেছে। গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশেমি ইসরায়েলের ওই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন। সিরিয়ায় ইসরায়েলের করা হামলা যুক্তিসঙ্গত দেখাতে ইসরায়েল ইরানের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছে বলে জানান তিনি। ইসরায়েলের ওই হামলার সমালোচনা না করায় আন্তর্জাতিক বিশ্বেরও সমালোচনা করেন কাশেমি। ‘তাদের নীরবতা জিওনিস্ট শাসককে (ইসরায়েল) আরও হামলা চালানোর সবুজ সংকেত দেয়, যা অত্র অঞ্চলকে আরও অনিরাপদ ও অস্থিতিশীল করে তোলে’ বলেন তিনি। ইরান পার্লামেন্টের সংসদের প্রতিরক্ষা বিষয়ক কমিটিও বলেছে, ইসরায়েলে হামলার সঙ্গে ইরানের প্রতিরক্ষা বাহিনীর কোনো সংযোগ নেই।’  ‘প্রোপাগান্ডার উদ্দেশ্যে জিওনিস্ট শাসকের চালানো এটি আরেকটি মিথ্যা’, বলেন কমিটির মুখপাত্র মোহাম্মদ নাবানদেগানি। সিরিয়ায় ইরানের সামরিক বাহিনী থাকার বিষয়টিও প্রত্যাখ্যান করেন তিনি।

সর্বশেষ খবর