রবিবার, ১৩ মে, ২০১৮ ০০:০০ টা

পরমাণু চুক্তি রক্ষায় তৎপর ইউরোপ

যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে বেরিয়ে যাওয়া এবং তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের সিদ্ধান্তের পর ইরান পরমাণু চুক্তি বাঁচাতে ইউরোপসহ বাকি দেশগুলো জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এরই মধ্যে এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন বলে ক্রেমলিনের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। ক্রেমলিন থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট পুতিন ইরান পরমাণু চুক্তি নিয়ে মেরকেল ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে কথা বলেছেন। মেরকেল বলেন, ‘ইরান পরমাণু চুক্তি বাঁচিয়ে রাখতে আমাদের দেশটির সঙ্গে কথা বলতে হবে।’ বিবিসি।

সর্বশেষ খবর