গাজা ফিলিস্তিনিদের ওপর নারকীয় হত্যাযজ্ঞের তদন্ত করবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন। জাতিসংঘ কমিশনের এই সিদ্ধান্ত ফিলিস্তিনিদের মধ্যে আশার সঞ্চার করেছে। স্বাধীনতার দাবিতে মরিয়া ফিলিস্তিনিরা আবারও হাজারে হাজারে গাজা উপত্যকার ইসরায়েল সীমান্তে জড়ো হয়েছে। জোরালো করেছে প্রতিরোধ আন্দোলন। ফিলিস্তিনিদের সদ্য সমাপ্ত ভূমি দিবসের ৬ সপ্তাহের গ্রেট রিটার্ন মার্চ কর্মসূচি পালন করতে গিয়ে ইসরায়েলি হত্যাযজ্ঞের শিকার হয়েছে শতাধিক ফিলিস্তিনি। আহত হয়েছে হাজার হাজার মানুষ। শুধু গত সোমবার বিক্ষোভেই ৬০ ফিলিস্তিনি নিহত ও দুই হাজারেরও বেশি আহত হন। এই দিনের হত্যাযজ্ঞের তদন্তের জন্যই কমিটি গঠনের প্রস্তাব দেয় জাতিসংঘ মানবাধিকার কমিশন। ইসরায়েলি কর্মকাণ্ডকে ‘যুদ্ধপরাধ’ উল্লেখ করে কমিশনের প্রধান জায়েদ রাদ আল হুসেন বলেন, গত সপ্তাহে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনায় কেউ নিরাপদ ছিল না।