বুধবার, ২৩ মে, ২০১৮ ০০:০০ টা

চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠানে ওবামা দম্পতি

চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠানে ওবামা দম্পতি

নেটফ্লিক্স অনলাইন ভিডিও, স্ট্রিমিংয়ের জন্য পরিচিত। নেটফ্লিক্সের সেবা বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে। গত বছরের শেষ নাগাদ এর সাবস্ক্রাইবার সংখ্যা ১১ কোটি ৮০ লাখে পৌঁছেছে। নেটফ্লিক্সের দুনিয়ায় এবার দেখা যাবে বারাক ওবামা ও মিশেল ওবামাকে। চলচ্চিত্র ও টিভি ধারাবাহিকের জন্য নেটফ্লিক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ওবামা দম্পতি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ওবামা ও তার স্ত্রী মিশেলকে এবার নিয়মিত দেখা যাবে অনলাইনে। সোমবার নেটফ্লিক্স সংস্থা ওবামা দম্পতির সঙ্গে চুক্তির কথাটি জানিয়েছে। তাদের প্রতিবেদনে জানানো হয়, কয়েক বছরের জন্যই ওবামা দম্পতি ওই চুক্তিতে সই করেছেন। চুক্তির বিশদ খুঁটিনাটি নেটফ্লিক্স প্রকাশ্যে না এলেও বলেছে, বারাক ও মিশেল এ মঞ্চকে কাজে লাগিয়ে ধারাবাহিক, তথ্যচিত্র, কাহিনিচিত্র তৈরি করতে পারবেন। এ পদক্ষেপে উচ্ছ্বসিত বারাক ওবামা বলেন, ‘প্রশাসনের সঙ্গে যখন যুক্ত ছিলাম, তখন বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে সাক্ষাৎ করে ভালো লাগত। সমাজের বিভিন্ন অংশ থেকে আসা এসব মানুষের অভিজ্ঞতা বৃহত্তর জনসমাজের কাছে পৌঁছে দিতে পেরেছি।’ তিনি আরও বলেন, ‘এ কারণে নেটফ্লিক্সের সঙ্গে হাত মেলাতে পেরে আমি আর মিশেল খুশি। আশা করি, আমরা সেই ব্যক্তিত্বদের তুলে ধরতে পারব, যারা প্রতিভাবান, প্রেরণাদায়ী। নেটফ্লিক্সের সাহায্যে আমরা তাদের কাহিনি বিশ্বের সামনে তুলে ধরতে পারব।’ নয়া ভূমিকায় খুশি মিশেল ওবামাও।  নেটফ্লিক্সের প্রধান কনটেন্ট অফিসার টেড সারানডোস বলেছেন, ‘যে ব্যক্তিরা নিজেদের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, যারা পৃথিবীকে আরও সুন্দর করে তোলায় ব্রতী, তাদের চিহ্নিত করে সবার সামনে তুলে ধরতে পারবেন বারাক ও মিশেল ওবামা।’ সম্প্রতি কয়েক বছরে নেটফ্লিক্স নিজস্ব প্রয়োজনায় জোর দিয়েছে। তাদের লক্ষ্য, মার্কিনি টেলিভিশন ও চলচ্চিত্রে হলিউড স্টুডিওর একাধিপত্য রোধ করা। এএফপি।

সর্বশেষ খবর