বুধবার, ২৩ মে, ২০১৮ ০০:০০ টা

কেরালায় নিপাহ ভাইরাসে মৃত ১০

ভারতের কেরালায় প্রাণঘাতী নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ১০ জন মারা গেছে। এই রোগে আক্রান্ত সন্দেহে আরও ৯০ জনের বেশি লোককে আলাদা করে রাখা হয়েছে। বাদুরের মাধ্যমে রোগটি মানব শরীরে ছড়িয়ে পড়েছে। কেরালা রাজ্যের স্বাস্থ্য পর্যবেক্ষণকারী কর্মকর্তা কে জে রীনা বলেন, ‘আমরা নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যুর কথা নিশ্চিত করছি।’ রীনা আরও বলেন, ‘আমরা ৯৪ জনকে শনাক্ত করেছি। তারা ভাইরাসে মারা যাওয়াদের সংস্পর্শে ছিলেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের আলাদা রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।’ এদিকে কেরালায় মৃতদের মধ্যে একজন সেবিকাও আছেন। তার নাম লিনি পুথুসেরি (৩১)। তিনি কোঝিকোদের পেরামবারা হাসপাতালে কর্মরত ছিলেন। রাজ্যের নিপা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীদের চিকিৎসা দলের সদস্য ছিলেন তিনি। হাসপাতালের বিচ্ছিন্ন একটি ইউনিটে মারা যাওয়ার আগে পুথুসেরি তার পরিবারের কাউকে শেষবারের মতো দেখারও সুযোগ পাননি। এনডিটিভি।

সর্বশেষ খবর