বুধবার, ২৩ মে, ২০১৮ ০০:০০ টা

আমেরিকার কোনো শর্ত মানবে না ইরান

————রুহানি

পাল্টা হুঁশিয়ারির পথে ইরান। আমেরিকার কোনো নতুন শর্ত মানা হবে না। স্পষ্ট ঘোষণা করল দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরানের সঙ্গে হওয়া পরমাণু চুক্তি থেকে চলতি মাসের শুরুর দিকেই বেরিয়ে যায় আমেরিকা। যদিও সেই চুক্তি এখনো মানার পক্ষে ইইউসহ অন্য দেশগুলো। সোমবার আমেরিকা জানায়, ইরানের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি হতে পারে। কিন্তু তার জন্য ১২টি নতুন শর্ত ইরানকে মানতে হবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ঘোষণা করেন। তার পরেই কঠোর বয়ান দিয়েছে ইরান। প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আমেরিকার চাপানো আর কোনো নতুন শর্ত ইরান মানবে না। আমেরিকার ‘একাধিপত্য’ আর মানবে না পৃথিবী, মন্তব্য করেছেন প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেছেন, গোটা পৃথিবীর হয়ে সব সিদ্ধান্ত আমেরিকাই নেবে, সে যুগ শেষ হয়ে গিয়েছে। প্রেসিডেন্ট রুহানির কথায়, ‘সব দেশই স্বাধীন...। আমাদের জাতির সমর্থনে বলীয়ান হয়ে আমরা নিজেদের পথেই চলব।’ আমেরিকার উদ্দেশে ইরানের প্রেসিডেন্টের প্রশ্ন, ‘ইরানের হয়ে এবং গোটা পৃথিবীর হয়ে সিদ্ধান্ত নেওয়ার তোমরা কে?’

২০১৫ সালে ইরানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল আমেরিকা। ইরান ও আমেরিকা ছাড়াও চীন, ফ্রান্স, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন ও রাশিয়া ওই চুক্তির অংশীদার ছিল। কিন্তু সম্প্রতি ইরানের বিরুদ্ধে সুর ক্রমশ চড়াতে শুরু করে আমেরিকা এবং ইরানকে সন্ত্রাসবাদের সবচেয়ে বড় মদতদাতা হিসেবে আখ্যা দিতে শুরু করে।

সর্বশেষ খবর