বুধবার, ২৩ মে, ২০১৮ ০০:০০ টা

উদ্‌গিরণ

উদ্‌গিরণ

মে মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের সক্রিয় আগে²য়গিরি কিলাওয়ো হঠাৎ বিসে¹ারিত হয়েছে। প্রায় সব জ্বালামুখ থেকে উদগিরণ হতে থাকে টগবগ করে ফুটতে থাকা লাভা। সেই লাভার স্রোত বয়ে চলছে কয়েক কিলোমিটার। প্রকৃতির এ আচরণ দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে বিজ্ঞানীদের —এএফপি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর