শনিবার, ২৬ মে, ২০১৮ ০০:০০ টা

জরুরি বৈঠকে দক্ষিণ কোরিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে অনুষ্ঠেয় বৈঠক বাতিল করে দেওয়ার ঘটনায় জরুরি বৈঠকে বসেছে দক্ষিণ কোরিয়া সরকার। আসছে ১২ জুন সিঙ্গাপুরে দুই দেশের নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। মূলত ওই বৈঠকটির ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করছিল দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন ওই বৈঠকের মাধ্যমে ট্রাম্প ও কিমের মধ্যকার মতপার্থক্য নিরসনের আহ্বান জানিয়েছিলেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেছিলেন, কোরীয় উপদ্বীপের সমস্যা নিরসনে আলোচনা পেছানো ঠিক হবে না। যত দ্রুত সম্ভব ওই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা জরুরি।

উত্তর কোরিয়া গত পরশু ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্র বন্ধ করে দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প চিঠির মাধ্যমে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিলের কথা জানায়।

সর্বশেষ খবর