সোমবার, ২৮ মে, ২০১৮ ০০:০০ টা

পাকিস্তানে নির্বাচন ২৭ জুলাই স্বপ্ন দেখছেন ইমরান খান

পাকিস্তানে নির্বাচন ২৭ জুলাই স্বপ্ন দেখছেন ইমরান খান

পাকিস্তানের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হবে এই ভোট। পাকিস্তান টেলিভিশন নেটওয়ার্ক (পিটিভি) এ খবর দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট মামনুন হুসাইন নির্বাচন কমিশনের পেশ করা প্রস্তাব অনুমোদন করার পর পিটিভি এ ঘোষণা দেয়।  ডন জানিয়েছে, গত সপ্তাহের প্রথমদিকে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) চলতি বছরের সাধারণ নির্বাচন ২৫ জুলাই থেকে ২৭ জুলাইয়ের মধ্যে কোনো একটি তারিখে অনুষ্ঠানের প্রস্তাব প্রেসিডেন্ট মামনুনের কাছে পাঠায়। পাকিস্তানের নির্বাচনী আইন অনুযায়ী, নির্বাচন কমিশনের পরামর্শ মতো নির্বাচনের তারিখ ঘোষণার এক্তিয়ার প্রেসিডেন্টের। এদিকে নির্বাচনের সিডিউল ঘোষণার পর পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা ও প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) পার্টির নেতা ইমরান খান দেশটির প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ ব্যক্ত করেছেন। তিনি গতকাল ‘দুর্নীতিবাজ’ শাসকদের পতন ঘটানোর শপথ নেন। দুর্নীতির অভিযোগে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ক্ষমতাচ্যুত ও আজীবন রাজনীতি থেকে নিষিদ্ধ হওয়ার পর থেকে দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বেড়েই যাচ্ছে। আসন্ন নির্বাচন নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। নির্বাচনে নওয়াজের নেতৃত্বাধীন ক্ষমতাসীন মুসলিম লীগ ও ইমরান খানের নেতৃত্বাধীন বিরোধী দলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে। মুসলিম লীগ নেতাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ হয়ে উঠবে বিরোধী দলগুলোর মূল অস্ত্র; অন্যদিকে দেশের অবকাঠামোগত উন্নয়ন ও চীন থেকে বিপুল পরিমাণ বিনিয়োগ আনার ইস্যুটি নির্বাচনী প্রচারণার প্রধান উপকরণ করতে পারে মুসলিম লীগ। ডন, এএফপি।

সর্বশেষ খবর