সোমবার, ৪ জুন, ২০১৮ ০০:০০ টা

সরকার পেল ইতালি

সরকার পেল ইতালি

চার মাস পর সরকারের মুখ দেখল ইতালি। গত ৪ মার্চ ইতালিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। ফলে নির্বাচনের চার মাস পরেও দেশটি সরকার গঠন করতে সক্ষম হয়নি। শুক্রবার মন্ত্রিসভার সদস্যদের নাম অনুমোদন দেন দেশটির ১২তম প্রেসিডেন্ট সেরজো মাত্তারেল্লি। ফাইভ স্টার মুভমেন্টের লুইজি দি মাইও ও ডানপন্থি লেগা নর্দ দলের মাত্তেও সালভিনিকে নিয়ে নতুন জোট সরকার গঠিত হয়। সরকারে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অল্প পরিচিত আইনের অধ্যাপক জুসেপে কন্টে। ‘দ্য লিগ’-এর প্রধান মাটেও সালভিনি স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন, আর ‘ফাইভ স্টার মুভমেন্ট’-এর লুইজি ডে মেও হচ্ছেন অর্থনৈতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী। ইটালির নিস্ক্রিয় অর্থনীতি সচল করতে ইউরোপীয় ইউনিয়নের ব্যয় সংকোচ প্রস্তাব প্রত্যাখ্যান করতে চায় নতুন সরকার। পরিবর্তে তিনি তারা দেশের সবচেয়ে গরিব মানুষের জন্য মাসিক একটি আয়ের ব্যবস্থা করতে চায়। এছাড়া দুই স্তর বিশিষ্ট করব্যবস্থা চালুর প্রস্তাব করেছে। তবে দুটি প্রস্তাব বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ব্রাসেলস। কারণ ইতিমধ্যে দেশটির ঋণের পরিমাণ ২.৩ ট্রিলিয়ন ইউরোতে ( প্রায় দুই হাজার ৭০০ কোটি ডলার)  দাঁড়িয়েছে। উল্লেখ্য, নির্বাচনে ফাইভ স্টার মুভমেন্ট পায় ৩২ শতাংশ ভোট এবং লেগা নর্দ পায় ১৮ শতাংশ ভোট। ফলে এই দুই দলের জোটকে প্রধানমন্ত্রী করার বিষয়ে সম্মত হলে ২৮ মে প্রথম দফায় মন্ত্রিসভার নাম প্রস্তাব করলে সেখানে থাকা অর্থমন্ত্রীর নাম নিয়ে আপত্তি তুলেন প্রেসিডেন্ট সেরজো মাত্তারেল্লো। দ্বিতীয় দফায় অর্থমন্ত্রীর পদে জোভানি ত্রিয়ার নাম প্রস্তাব করা হলে মেনে নেন তিনি। আইনের অধ্যাপক জুসেপ্পে কন্টের নেতৃত্বে নতুন পপুলিস্ট সরকার ক্ষমতা নিলেন। নতুন সরকারের শিল্প ও উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন ফাইভ স্টার মুভমেন্ট দলের নেতা লুইজি দি মাইয়ো। অন্যদিকে লেগা নর্দ দলের নেতা মাত্তেও সালভিনি পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। স্বতন্ত্র মন্ত্রী হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন এনজো মোয়াভেরো মিলানেসি। প্রধানমন্ত্রী জুসেপে কন্টে ক্ষমতা গ্রহণের পর বলেন, সরকার গঠনের চুক্তিতে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গীকার পূরণে নিবিড়ভাবে কাজ করবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি ইতিমধ্যে ইতালিতে বসবাসরত পাঁচ লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন। এএফপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর