সোমবার, ৪ জুন, ২০১৮ ০০:০০ টা

কিউবায় রাউলের নেতৃত্বে ফের সংবিধান সংশোধন

কিউবায় রাউলের নেতৃত্বে ফের সংবিধান সংশোধন

কিউবা আবার সংশোধন হচ্ছে। আর এই সংবিধানে সংশোধনের যে কমিশন গঠন করা হয়েছে তার প্রধান করা হয়েছে সাবেক প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোকে। দেশটির জাতীয় পরিষদ এ কমিশন তৈরি করেন। শনিবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ কানেল ঘোষণা করেন, রাউল ক্যাস্ত্রো সম্ভাব্য সংবিধান সংশোধনীর নেতৃত্ব দেবেন। কিউবার জাতীয় পরিষদের অধিবেশন সাধারণত জুলাই ও ডিসেম্বরে অনুষ্ঠিত হলেও শনিবার বিশেষ অধিবেশন আহ্বান করা হয়। জাতীয় পরিষদে কিউবার বর্তমান প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল বলেন, ‘গত ১৯ এপ্রিল দায়িত্ব নেওয়ার সময় আমি বলেছিলাম, কমরেড ও সেনাবাহিনীর জেনারেল রাউল কাস্ত্রো দেশের বর্তমান ও ভবিষ্যতের সিদ্ধান্ত নেবেন। এরই ধারাবাহিকতায় জাতীয় পরিষদ প্রস্তাব করছে যেন তিনি এ কমিশনের সভাপতিত্ব করেন।’ ১৯৭৬ সালে স্নায়ুযুদ্ধের সময় কিউবার বর্তমান সংবিধান প্রণয়ন করা হয়। এ পর্যন্ত তিনবার সংবিধান সংশোধন করা হয়েছে। নতুন সংবিধানে রাজনৈতিক নেতাদের বয়স এবং মেয়াদের সীমা নির্ধারণ করা হতে পারে। পাশাপাশি গে এবং সমকামী কমিউনিটির অধিকার প্রতিষ্ঠার মতো বড় বড় সামাজিক পরিবর্তনের ওপর গুরুত্ব দিবে। গত এপ্রিলে অবসরে যাওয়ার ঘোষণা দেন তিনি। রয়টার্স।

সর্বশেষ খবর