সোমবার, ৪ জুন, ২০১৮ ০০:০০ টা

হোয়াইট হাউসে ট্রাম্পের ইফতার আয়োজন

মুসলমানদের সঙ্গে ট্রাম্পের বিরোধপূর্ণ সম্পর্ক সবারই জানা। তার প্রমাণ তিনি প্রায়ই দেন।  হোয়াইট হাউসে প্রতিবছরেই ইফতারির আয়োজন করা হয়। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর গত বছর সেই ঐতিহ্য জলাঞ্জলি দিয়ে ইফতার বাতিল করেন। তবে এবার হোয়াইট হাউসে প্রথমবারের মতো ইফতারের আয়োজন করছেন ট্রাম্প। পবিত্র রমজানকে শ্রদ্ধা জানিয়ে আগামী সপ্তাহে এ আয়োজন করা হবে বলে নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা।

গত বছর ইফতার আয়োজন বাতিল করে সমালোচনার মুখে পড়েছিল হোয়াইট হাউস। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী বুধবার এ বছরের ইফতার আয়োজন হবে। তবে কারা এ আয়োজনে উপস্থিত থাকবেন তা জানাতে অস্বীকার করেছেন তিনি। রমজান মাসের শুরু উপলক্ষে গত মাসে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেছিলেন, মুসলমানদের উদারতা আমেরিকার জনজীবনকে ধর্মীয় সম্পৃতির অনন্য মহিমায় উদ্ভাসিত করছে। রমজান মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে আমি সব মুসলমানের প্রতি শুভেচ্ছা ও শুভ কামনা জানাচ্ছি। এএফপি।

সর্বশেষ খবর