মঙ্গলবার, ৫ জুন, ২০১৮ ০০:০০ টা

শীর্ষ তিন সেনা কর্মকর্তাকে সরিয়ে দিলেন কিম

শীর্ষ তিন সেনা কর্মকর্তাকে সরিয়ে দিলেন কিম

এটা উত্তর কোরিয়াকে ঢেলে সাজানো বলে মনে করা হচ্ছে। আর সপ্তাহখানেক পরই বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের প্রধানের সঙ্গে সিঙ্গাপুরে আলোচনায় বসবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহাপ জানিয়েছে,প্রতিরক্ষা প্রধান পাক ইয়ং শিকের স্থলে তিন তারকাবিশিষ্ট জেনারেল ও পলিটিক্যাল ব্যুরোর সদস্য নো কোয়াং চোলকে, কোরিয়ান পিপলস আর্মির (কেপিএ) প্রধান রি মিয়ং সুর স্থলে তার ডেপুটি রি ইয়ং গিলকে এবং কেপিএর জেনারেল পলিটিক্যাল ব্যুরোর পরিচালক হিসেবে কিম জং গেককে স্থলাভিষিক্ত করা হয়। আগে এ পদে ছিলেন আর্মি জেনারেল কিম সু গিল। উত্তর কোরিয়া লিডারশিপ ওয়াচ ডগ ব্লগের লেখক মাইকেল মাদেন বলেন, নতুন তিনজনই কিম জং উনের শীর্ষ কর্মকর্তা। তারা তার প্রতি খুবই অনুগত। বিদেশি প্রতিনিধি দলের সঙ্গে তাদের আলাপচারিতার অভিজ্ঞতা রয়েছে। তবে বিশেষজ্ঞদের ধারণা, আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং অর্থনীতি পুনর্গঠনের এই গুরুত্বপূর্ণ সময়ে এ পরিবর্তনের মাধ্যমে কিম ক্ষমতাসীন দল কোরিয়ান পিপলস আর্মির (কেপিএ) ওপর আরও কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ পাবেন। ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের মধ্যে মুখোমুখি সাক্ষাতের কথা রয়েছে। সিউলের ‘ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়ান স্টাডিজ’-এর অধ্যাপক ইয়াং মু-জিন বলেছেন, তিন সামরিক কর্মকর্তাকে সরিয়ে দিয়ে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা বয়সে অপেক্ষাকৃত তরুণ। এ থেকে বোঝা যায়, উত্তর কোরিয়ার তরুণ নেতা কিম জং উন ক্ষমতাসীন দলের সঙ্গে সেনাবাহিনীর বোঝাপড়াকে আরও সংহত করার লক্ষ্যে এ পদক্ষেপ নিয়েছেন। কিম বলেছেন, ১২ জুন তিনি সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে বদ্ধপরিকর। বহুল আলোচিত এ বৈঠক হলে তা হবে মার্কিন কোনো প্রেসিডেন্টের সঙ্গে উ. কোরিয়ার নেতার প্রথম সাক্ষাৎ।

সর্বশেষ খবর