মঙ্গলবার, ৫ জুন, ২০১৮ ০০:০০ টা

অগ্ন্যুৎপাতে নিহত ২৫

গুয়াতেমালার ফুয়েগো আগ্নেয়গিরির হঠাৎ করে উদগীরণ শুরু হয়েছে। ভয়ঙ্কর অগ্ন্যুৎপাতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩০০ জন। দেশটির রাজধানী গুয়াতেমালা সিটির প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের ওই আগ্নেয়গিরিটি থেকে কালো ধোঁয়া ও ছাই উদগীরণ হচ্ছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, লাভার একটি স্রোত এল রোদেও গ্রামের ঘরবাড়ি ধ্বংস করে ভিতরে থাকা লোকজনকে দগ্ধ করেছে। আগ্নেয়গিরির ছাইয়ের কারণে গুয়াতেমালা সিটির লা অরোরা বিমানবন্দর বন্ধ করে রাখা হয়েছে। জরুরি পদক্ষেপ নেওয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন গুয়াতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর