মঙ্গলবার, ৫ জুন, ২০১৮ ০০:০০ টা

জর্ডানের প্রধানমন্ত্রীর পদত্যাগ

জর্ডানে প্রধানমন্ত্রী হানি মুলকি পদত্যাগ করেছেন। সরকারের কৃচ্ছ তা সাধন কর্মসূচির প্রতিবাদে টানা চার রাত ধরে চলা বিক্ষোভের পর গতকাল তিনি পদত্যাগের ঘোষণা দেন। অবশ্য এর আগে জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহ তাকে পদ্যতাগের আহ্বান জানান। জর্ডান সরকার সম্প্রতি কর বৃদ্ধি ও সরকারি ব্যয় কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। যার অংশ হিসেবে কয়েকদিন আগে পার্লামেন্টে নতুন একটি কর বিল প্রস্তাব করা হয়। ওই কর বিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সমর্থিত বলে জানায় সরকার। কিন্তু বিক্ষোভকারীদের দাবি, নতুন ওই কর বিলের কারণে দরিদ্র ও মধ্যবিত্তরা ক্ষতিগ্রস্ত হবে।

সর্বশেষ খবর