শুক্রবার, ৮ জুন, ২০১৮ ০০:০০ টা
ইরানের হুমকি

পরমাণু চুক্তি টেকাতে মরিয়া ইউরোপ

মার্কিন পররাষ্ট্র ও অর্থমন্ত্রীকে ইইউ মন্ত্রীদের চিঠি

ইরান নতুন করে পরমাণু কর্মসূচি শুরু করার হুঁশিয়ারি দিয়েছে। আর এই এক হুমকিতে ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য দেশ ২০১৫ সালে হওয়া পরমাণু সমঝোতা টিকিয়ে রাখতে মরিয়া হয়ে ওঠছে। আমেরিকাকে সেই চুক্তিতে ফিরিয়ে আনার প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছে। জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সের পররাষ্ট্র ও অর্থমন্ত্রীরা তাদের মার্কিন সমকক্ষ মন্ত্রীদের কাছে চিঠিতে লিখিছেন। তাতে পরমাণু সমঝোতা থেকে ইরানের বেরিয়ে যাওয়ার আশঙ্কা ও এর পরিণতির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ওই চিঠিতে ইউরোপের যেসব কোম্পানি ইরানের সঙ্গে ব্যবসা করতে চায় তাদের নিষেধাজ্ঞার আওতায় না রাখার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানানো হয়েছে। চিঠিতে মার্কিন কর্মকর্তাদের উদ্দেশে বলা হয়েছে, ইরান যদি পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যে ব্যাপক অস্থিতিশীলতা সৃষ্টি হবে। ইরানের আণবিক শক্তি সংস্থা গত সোমবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র প্রধানের কাছে লেখা চিঠিতে পরমাণু সমঝোতার আওতায় ব্যাপক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রস্তাব দেওয়ার পরই ইউরোপ কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী পরমাণু সমঝোতার কাঠামোয় থেকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা এক লাখ ৯০ হাজার এসডাব্লিউইউতে উন্নীত করার প্রস্তুতি নিতে জাতীয় আণবিক শক্তি সংস্থার প্রতি নির্দেশ দিয়েছেন।

এদিকে ইরানকে প্ররোচনা থেকে বিরত রাখার প্রচেষ্টা চালাচ্ছে ইউরোপীয় শক্তিগুলো। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ইভ ল্য দ্রিয়ঁ বলেন, এখনো পর্যন্ত ইরান চুক্তির কাঠামোর মধ্যেই পদক্ষেপ নিচ্ছে। তবে এমন সব অযাচিত পদক্ষেপ ‘রেড লাইন’ অত্যন্ত কাছাকাছি এসে পড়েছে বলে তিনি সতর্ক করে দিয়েছেন। আবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, ব্যাপক মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ইরানের সাম্প্রতিক সিদ্ধান্ত আইনের লঙ্ঘন নয়। কিন্তু এ পদক্ষেপ বাস্তবায়ন করা হলে সম্ভাব্য উত্তেজনা সৃষ্টির ব্যাপারে আমরা চিন্তিত। এদিকে, ইউরোপীয় কমিশন মার্কিন নিষেধাজ্ঞার ধাক্কা সামলানোর জন্য ‘নিষেধাজ্ঞা মোকাবিলা আইন’ ব্যবহারের চিন্তাভাবনা করছে। ডয়েচে ভেলে, বিবিসি

সর্বশেষ খবর