শুক্রবার, ৮ জুন, ২০১৮ ০০:০০ টা

নিউইয়র্কে বাংলাদেশি হত্যায় মার্কিন নাগরিকের আমৃত্যু সাজা

নিউইয়র্ক সিটিতে দুই বছর আগে মসজিদ থেকে ফেরার পথে এক ইমামসহ দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় এক মার্কিন নাগরিককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। কুইন্স সুপ্রিম কোর্টের বিচারক গ্রেগরি লাসেক গত বুধবার আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। খবর : বিডিনিউজের।

কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি রিচার্ড এ ব্রাউন জানান, তিন সপ্তাহ ধরে সাক্ষ্যগ্রহণের পর এ আদালতের জুরি বোর্ড গত মার্চে আসামি অস্কার মোরেলকে দোষী সাব্যস্ত করে। জুরি বোর্ডের সিদ্ধান্তের পথ ধরেই ঘাতককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে। কারণ তিনি মানবতার ন্যূনতম ধার ধারেননি। ধর্মপ্রাণ দুজন মানুষকে নির্বিচারে হত্যার মধ্যদিয়ে তিনি জঘন্যতম অপরাধ সংঘটিত করেছেন। যা আমাদের শান্তিপ্রিয় কমিউনিটির মুসলিম সমাজের হৃদয়ে আঘাত করেছে। ২০১৬ সালের ১৩ আগস্ট নিউইয়র্ক সিটির ওজনপার্কে আল ফোরকান মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি (৫৫) এবং মুয়াজ্জিন তারাউদ্দিন (৬৪) জোহরের নামাজের পর লিবার্টি এভিনিউ দিয়ে পায়ে হেঁটে বাড়ি  ফেরার সময় পেছন থেকে তাদের গুলি করে হত্যা করেন অস্কার মোরেল (৩৭)।

সর্বশেষ খবর