শিরোনাম
শনিবার, ৯ জুন, ২০১৮ ০০:০০ টা

কিম দাওয়াত পাচ্ছেন হোয়াইট হাউসে

মাস ছয়েক আগের কথা। কেউ কাউকে ছেড়ে কথা বলত না। কথায় কথায় দিত হুমকি। কিন্তু পরিস্থিতি এখন পুরোটাই আলাদা। সেই দুজন অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন একে অপরের সঙ্গে দেখা করা জন্য উদগ্রীব! প্রেসিডেন্ট ট্রাম্প এখন সিঙ্গাপুরে আছেন জি-৭ সম্মেলনে। সেখান থেকে আজই সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে ট্রাম্পে। আগামী মঙ্গলবার সিঙ্গাপুরের সান্টোস্যা দ্বীপে বৈঠকে মিলিত হবেন দুই নেতা। আর এ সম্মেলন যদি ঠিকঠাক মতো হয় তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া নেতা কিম জং-উনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাতে পারেন। তবে ট্রাম্প বলেছেন এক বৈঠকেই কোরীয় দ্বীপে শান্তি আনা সম্ভব নয়। এ জন্য ‘দীর্ঘ আলোচনার প্রয়োজন’। এএফপি।

সর্বশেষ খবর